ন্যূনতম ইনসেনটিভ ও বকেয়া প্রদানের দাবিতে মালদায় আশা কর্মীদের ডেপুটেশন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের।
আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইনসেনটিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসক কে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আশা কর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। নিজেদের আদি পূরণের লক্ষ্যে গত ২৪ দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। এদিন তাদের দাবী সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে। আগামী ২১ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *