
মালদা, নিজস্ব সংবাদদাতা : – বৃহস্পতিবার দুপুরে ফিতে কেটে, মশাল জ্বালিয়ে, নীল সাদা বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং মালদা জেলা গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হলো মালদা কলেজ ময়দানে। উদ্বোধনের আগে মালদা বৃন্দাবনী ময়দান থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রায় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে মালদার ঐতিহ্য গম্ভিরা শিল্পী সহ আদিবাসী নৃত্য। সেই শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করার পর মালদা কলেজ মাঠে বইমেলার প্রবেশদ্বার ফিতে কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তারপর বইমেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে এবং বেলুন উড়িয়ে মেলার শুভারম্ভ করা হয়। মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার , মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক প্রীতি গোয়েল, ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস, বিশ্বজিৎ ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গ। ১৬ থেকে ২১ জানুয়ারির পর্যন্ত চলবে বইমেলা। প্রায় ১৫০ টি বিভিন্ন প্রকাশনীর স্টল থাকবে এই বইমেলায়। অন্যান্য স্টল রয়েছে ৫০টি। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মঞ্চ থাকবে বেশ কয়েকটি। ৫০টিরও বেশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মালদা জেলা বইমেলা প্রাঙ্গণে।












Leave a Reply