
ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:-বঙ্গে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিগত বছরের বিভিন্ন কর্মকান্ডকে হাতিয়ার করে নিজেদের ভোট বাক্স গুছিয়ে নিতে মরিয়া। এদিকে রাজ্য সরকারের তরফে বিগত বছর গুলির উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরা হচ্ছে বিভিন্ন বুথে বুথে। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের মোট চারটি বুথে আজ জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য, ধুপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এছাড়াও একাধিক তৃণমূল নেতৃত্ব সহ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে উত্তর কাঠুলিয়া এলাকা পর্যন্ত উন্নয়নের সংলাপ কার্যকলাপের মাধ্যমে জনসংযোগ করে আসন্ন ২৬ এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল কংগ্রেস। এদিনের জনসংযোগে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতন ছিল।।












Leave a Reply