
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলায় তিরুপতি ফার্মাসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন তৃণমূল কর্মী এবং স্থানীয় নেতারা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। উৎসবমুখর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার নতুন মাইলফলক স্থাপনের লক্ষ্য নিয়ে ফার্মাসি কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গায়ত্রী কুন্ডু, প্রাক্তন প্রফেসর সুশান্ত বারিক, বাতানোর অঞ্চলের প্রধান দিলীপবাবু, প্রাক্তন যুব সভাপতি জুলফিকার আলী খান, প্রাক্তন পহালানপুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ব্যানার্জি, মির্জা সাকির আলী এবং প্রাক্তন আরুই অঞ্চলের প্রধান মনটু দাঁ সহ আরও অনেকে। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গৌরবান্বিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সবাই মিলে আমরা আমাদের এলাকার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করছি। তিরুপতি ফার্মাসি শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি মানুষের সুস্থতা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতীক।”












Leave a Reply