পৌষ সংক্রান্তি, বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম অপরিহার্য উপকরণ মাটির সড়ার চাহিদা বেড়েছে ব্যাপকভাবে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পৌষ সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম অপরিহার্য উপকরণ মাটির সড়ার চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। বালুরঘাট সংলগ্ন মাহিনগর এলাকায় বর্তমানে মাটির সড়া বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা।
বালুরঘাটের পাশাপাশি পার্শ্ববর্তী পরানপুর, পাগলীগঞ্জ ও পতিরাম এলাকা থেকেও বহু ক্রেতা, বিশেষত মহিলারা, সড়া কিনতে ভিড় জমাচ্ছেন। সড়ার দাম আকারভেদে নির্ধারিত হয়েছে। ছোট সড়ার দাম ১৫ টাকা, মাঝারি ২০ টাকা এবং বড় সড়ার দাম ২৫ টাকা। আকৃতিতে বিশেষ বড় সড়ার দাম ৫০ টাকা হলেও তা আগাম অর্ডারে পাওয়া যাচ্ছে।
বিক্রেতাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাটির সড়া তৈরি ও বিক্রি হয়ে আসছে এবং পৌষ সংক্রান্তির সময় চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। পাইকারি ও খুচরো—উভয়ভাবেই সড়া বিক্রি হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের আনাগোনায় দোকানগুলি জমজমাট।
স্থানীয় বাসিন্দাদের মতে, পৌষ পার্বণে পিঠে তৈরির আগে মাটির সড়া পোড়ানো একটি রীতি, যা ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। সড়ার দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যেই তা কিনতে পারছেন। সব মিলিয়ে পৌষ সংক্রান্তিকে ঘিরে মাহিনগরে মাটির সড়ার বাজার এখন গরম।
বাইট ক্রেতা এবং বিক্রেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *