
দেবাশীষ পাল, মালদা:— হবিবপুরে ফের বাংলাদেশি গ্রেপ্তার, আদালতে পেশ পাঁচজন। হবিবপুর থানার পুলিশের হাতে ফের বাংলাদেশি আটক ধৃত পাঁচজনকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে হবিবপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজনকে আটক করে।
অন্যদিকে, সোমবার আগ্রা–হরিশ্চন্দ্রপুর এলাকার ৮৮ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের হাতে আরও একজন বাংলাদেশি ব্যক্তি আটক হয়। পরবর্তীতে বিএসএফ ওই ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই নিয়ে মোট পাঁচজনকে আটক করা হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, ধৃতদের নাম ভীম রয়, রতন রায়, শিপন রায়, দুর্জয় মণ্ডল এবং মোহাম্মদ আজহার আলী। প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার ধৃত পাঁচজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানা পুলিশ।












Leave a Reply