হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির জটেশ্বরের টোটোচালক রবিউল ইসলামের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জটেশ্বরের টোটোচালক রবিউল ইসলাম। ব্যস্ত জীবনের ভিড়েও নৈতিকতার পথ থেকে একচুলও না সরে মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু টাকা সম্বলিত একটি হারানো ব্যাগ তার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সকলের মন জয় করলেন তিনি।জানা গিয়েছে, গত ২৯ শে ডিসেম্বর ২০২৫ ফালাকাটা ব্লকের ডালিমপুর এলাকার ব্যস্ত রাস্তায় পরে থাকা ওই ব্যাগটি কুড়িয়ে পান রবিউল ইসলাম। ব্যাগের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও টাকা সযত্নে রেখে মালিকের সন্ধান শুরু করেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মঙ্গলবার ফালাকাটা তিনমাইল এলাকার বাসিন্দা দেবী মল্লিকের হাতে সেই ব্যাগ তুলে দেন রবিউল। হারানো ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত দেবী মল্লিক বলেন, “টোটো চালক খুবই ভালো মানুষ। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু টাকা থাকা ব্যাগটি তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। ঈশ্বরের কাছে তাঁর মঙ্গল কামনা করি। আজকের দিনে এমন মানুষ খুব কমই দেখা যায়।” রবিউল ইসলামের এই সততা ও মানবিক আচরণে খুশি এলাকাবাসীও। যখন সমাজে সততা ও মূল্যবোধ নিয়ে নানা প্রশ্ন উঠে আসে, তখন জটেশ্বরের টোটো চালকের এই কাজ নতুন করে বিশ্বাস জাগিয়ে তোলে মানবিকতা এখনও বেঁচে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *