
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৬ নম্বর পার্ট এলাকায় তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরল বিজেপি। ওই এলাকায় আয়োজিত বিজেপির এক যোগদান কর্মসূচিতে তৃণমূল ছেড়ে পাঁচটি পরিবার গেরুয়া শিবিরে যোগদান করেন।
নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক এবং ফালাকাটা ৪ নম্বর মণ্ডল সভাপতি ফণিভূষণ রায়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা ৪ নম্বর মণ্ডল সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা।বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় আরও অনেক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন।












Leave a Reply