
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফের বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে KSDC তে যোগদান করলো ১৩ জন। রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫৪ নম্বর পার্টে ওই যোগদান কর্মসূচির আয়োজন করে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। সেখানে তৃনমূল ও বিজেপি দল ত্যাগ করে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল সংগঠনে যোগ দেয় ১৩ জন। এদিন নবাগতদের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা ব্লক কমিটির সাধারণ সম্পাদক সত্যজিত অধিকারী, প্রচার সম্পাদক কমলেশ বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।












Leave a Reply