
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে আসন্ন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে অডিশন পর্ব অনুষ্ঠিত হলো। সোমবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ওই অডিশনে স্থানীয় শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জানা গিয়েছে, নৃত্য, সংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার জন্য প্রতিযোগিতামূলক অডিশনের আয়োজন করা হয়। খুদে থেকে শুরু করে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন। বিচারকমণ্ডলীর সদস্যরা অংশগ্রহণকারীদের দক্ষতা ও পরিবেশনার মানদণ্ডে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।ক্লাব সূত্রে জানানো হয়েছে, অডিশনে নির্বাচিত শিল্পীরাই আগামী ২৪ শে জানুয়ারি জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় ও সফল করে তুলতেই এই অডিশনের আয়োজন করা হয়েছে।ওই অডিশন কর্মসূচিতে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে গোটা ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেন।












Leave a Reply