
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দোরগোড়ায় বিদ্যার দেবী সরস্বতী পুজো। আগামী ২৩ শে জানুয়ারি পুজো। ওই পুজোকে সামনে রেখে এখন ব্যস্ত জটেশ্বরের শিল্পীরা। বর্তমানে দিনরাত এক করে প্রতিমাকে নিখুঁত রূপ দিতে কাজ করছেন শিল্পীরা। মাটির কাজ থেকে শুরু করে রঙ-তুলির সূক্ষ্ম ছোঁয়ায় দেবীর শান্ত, স্নিগ্ধ ও সৌম্য রূপ ফুটিয়ে তুলতে চলছে প্রাণান্তকর পরিশ্রম। সব মিলিয়ে শিল্পীদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুধু জটেশ্বর নয়, ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকাতেও জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা শিল্পী চয়ন বড়ুয়া জানান, সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিমার বরাত এসেছে। ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও শিল্পীদের মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি কারণ তাঁদের হাতে গড়া প্রতিমাতেই পুজোর দিনে আরাধিত হবেন বিদ্যার দেবী সরস্বতী।












Leave a Reply