
হুড়া, নিজস্ব সংবাদদাতা:- প্রশিক্ষণ প্রাপ্ত ছেলে মেয়েদের কাজের সুযোগ পশ্চিমবঙ্গ সরকার এর উৎকর্ষ বাংলা প্রকল্পে
করে দেওয়ার জন্য আজকে হুড়া ব্লক অফিস ক্যাম্পাসে বাদুলাড়া দিশারী সোসাইটির উদ্যোগে এবং হুড়া ব্লকের সহযোগিতায় একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এই জব ফেয়ার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন BDO আরিকুল ইসলাম মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাত মহাশয়া এবং ট্রেনিং পার্টনার বাদুলাড়া দিশারী সোসাইটির মহিনূর আলম ও বাবন দে এবং বিক্রম মহাপাত্র । এই জব ফেয়ারে কোলকাতার 6 টা কম্পানি অংশগ্রহণ করে ও 200 শতাধিক চাকুরি প্রার্থী অংশ গ্রহণ করে এবং স্বাক্ষাতকারের মাধ্যমে সফলদের নিয়োগপত্র দেওয়া হয়।












Leave a Reply