এসআইআর আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর, মালদায় সিএএ-তে ভারতীয় নাগরিকত্ব পেলেন সত্যরঞ্জন বারুই।

দেবাশীষ পাল,, মালদা:–এসআইআর নিয়ে যখন চারিদিকে আতঙ্কের স্রোত বইছে, চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যখন মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, ভোর থেকে মানুষ শুনানির জন্য লাইন দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে আতঙ্কিত করার চেষ্টায় রয়েছে বলা হচ্ছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিংবা ডিটেকশন ক্যাম্পে পাঠানো হবে l ঠিক সেই সময় এই পরিস্থিতিতে মধ্যে মালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামন গোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুল্কীমারি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বারুই এই সমস্ত মানুষের কাছে স্বস্তির হাওয়া বইয়ে দিলেন। সিএএ আবেদন ফরম জমা দেওয়ার পর অবশেষে তিনি ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র পেয়েছেন l খুশি তার পরিবার ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী কে ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি কে l এই খবর জানামাত্রই গ্রামের মানুষরা সত্যরঞ্জন বারুই পাশে দাঁড়ায়*

সত্য রঞ্জন বারুই জানান আমি আগস্ট মাসে আবেদন করেছিলাম হিয়ারিং হয়েছে সেপ্টেম্বর মাসে আজকে জানুয়ারি মাসে আমি এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি l আমাদের গ্রামে আরো অনেকেই সিএ এ আবেদন করেছে তারাও পাবে নাগরিকত্ব l প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছিলেন আজকে সেটা প্রমাণ পেলাম l বর্তমানে শাসক দল আমাদের ভুল বুঝাচ্ছে l আমি যেমন পেয়েছি সেরকম অনেকেই যারা সিএএ আবেদন করেছেন তারা সকলেই পাবেন। বলে আমি মনে করি l

এদিকে এই খবর শোনামাত্রই হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সত্যরঞ্জন বারুই বাড়িতে যান তার সাথে দেখা করেন তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন । বিজেপি বিধায়ক জুয়েল মরমু জানান তৃণমূল সরকার সিএএ নিয়ে মানুষের কে ভুলভ্রান্তি বুঝাচ্ছে তাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছিলেন আজকে সেটা দিকে দিকে প্রমাণিত হচ্ছে । সিএএ আবেদন যারা করছেন তারা ভারতের নাগরিকত্ব পাচ্ছেন যেমন সত্য রঞ্জন বারুই আজকে caa আবেদন করেছিল সে আজ ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে।

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান আমরা প্রথম থেকে বলেছি যে এস আই আর এর বিরুদ্ধে আমরা নয় l আমরা এর যে প্রক্রিয়া তার বিরুদ্ধে ছিলাম l আজকের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে নির্বাচন কমিশনের বড় ধাক্কা পেল। আজকে একজন সিএএ সার্টিফিকেট পেল । একজন পেলে কিছু হবে না আজকে বহু মানুষ সিএএ আবেদন করেছে। তারা কি পারবে সেটা এখন প্রশ্ন সেটা দেখার বিষয়। ২০২৬ সালের আবার ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য হবেন এটা নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *