
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- এবছর সরস্বতী পূজায় বাজার মন্দা মৃৎশিল্পীদের। বালুরঘাট তহবাজারে সরস্বতীর প্রতিমা নিয়ে প্রসার বসিয়েছে মৃৎশিল্পীরা। একদিন বাদে বিদ্যাদেবী সরস্বতী পুজো, অথচ বাজারে নেই ভিড়। চিন্তার ভাজ পড়ছে মৃৎশিল্পীদের। যদিও কিছু শিল্পী আশাবাদী এখনো সময় আছে প্রতিভা বিক্রির।
আর একদিন বাদেই বাগদেবী সরস্বতী পুজো, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তহ বাজারে বিভিন্ন মাপের সরস্বতীর প্রতিমার নিয়ে বাজার বসিয়েছে মৃৎশিল্পীরা। তবে প্রতিমার তুলনায় বাজারে ক্রেতা অনেকটাই কম। প্রতিমা তৈরীর খরচের তুলনায় দাম ও কম্পাচ্ছেন শিল্পীরা বলেই অভিযোগ মৃৎশিল্পীদের।
মৃৎশিল্পী ভবেশ পাল জানান জিনিসের দাম বেড়েছে রং, তুলি, মাটির খরচ বেড়েছে অথচ সেই তুলনায় প্রতিমার দাম পাওয়া যাচ্ছে না। ১০০ থেকে ২০০০, ২৫০০ বিভিন্ন দামেরই প্রতিমা রয়েছে। তবে সরস্বতী পূজায় লাভের মুখ কম দেখবে মৃৎশিল্পীরা।
অপরদিকে একক্রেতা সুমিত কুন্ডু জানিয়েছেন গতবার তুলনায় এবারে প্রতিমার দাম বেশি। গতবার যে প্রতিমা ৫০০ টাকায় নিয়েছি এবারে সেই প্রতিমা ৭৫০ টাকা চাইছে। সকল জিনিসেরই দাম বেড়ে গেছে।












Leave a Reply