
মালদা, নিজস্ব সংবাদদাতা :- বহু গরীব মানুষ তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করেছিলেন সমবায় ব্যাঙ্কে। কিন্তু ব্যাঙ্কের ম্যানেজার এবং ক্যাশিয়ার দুজনে মিলে গ্রাহকদের কয়েক কোটি টাকা তছরূপ করে বেপাত্তা হয়ে রয়েছেন গত মাস ধরে। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে সোরগোল তৈরি হয়েছে মালদার রতুয়া-১নং ব্লকের বিলাইমারি এলাকায়। জানা গেছে, বিলাইমারি অঞ্চলে রয়েছে সাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে এক সমবায় ব্যাঙ্ক। যে ব্যাঙ্কের ম্যানেজার রয়েছেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মন্ডলের ছেলে অমিত কুমার মন্ডল এবং ক্যাশিয়ার রয়েছেন প্রধানের ভাইপো প্রণব কুমার মন্ডল। তাদের দুজনের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, তারা গ্রাহকদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে গত সাত মাস ধরে পলাতক অবস্থায় গা ঢাকা দিয়ে রয়েছেন। ব্যাঙ্কে তালা ঝুলছে। তারা তাদের টাকা ফেরতের জন্য হন্য হয়ে ঘুরছেন। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোন সুহারা পাননি। কবে পাবেন, আদৌ পাবেন কিনা সেই ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না। তারা চান তারা যাতে তাদের কষ্টার্জিত টাকা ফেরত পান।গ্রাহকদের অভিযোগ সব মিলিয়ে প্রায় চার কোটি টাকা তছরূপ করা হয়েছে।
যা কার্যত মেনে নিয়েছেন সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পলাকত ব্যাঙ্ক ম্যানেজার অমিত কুমার মন্ডলের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মন্ডল। যদিও তিনি এই গোটা ঘটনায় দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাঙ্কের ক্যাশিয়ার প্রণব কুমার মন্ডলের ঘাড়ে।
এই বিষয়ে রতুয়ার বিধায়ক সমর মুখার্জিকে ধরা হলে তিনি বলেন, প্রায় পাঁচ হাজার মানুষ প্রতারিত হয়েছেন। তিনি চান প্রতারিতরা তাদের টাকা ফেরত পাক। এজন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।












Leave a Reply