নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে চন্দ্রকোনারোড বলাকা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৩ শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার ভারত মাতার বীর সন্তান বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বলাকা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রসুন দত্ত স্মৃতি ও সুমনদের স্মৃতির উদ্দেশ্যে এই দৌড় প্রতিযোগিতা। জানা গিয়েছি এই দিন শহর সংলগ্ন ডুমুরগেড়িয়া ময়দান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয় এবং শেষ হয় ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত। জানা গিয়েছে এই দিন এই দৌড় প্রতিযোগিতায় ৮৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। যার মধ্যে মহিলা ছিল ৭ জন। এইদিন ক্লাব প্রাঙ্গনে ছেলে ও মেয়েদের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দেওয়া হয় ছেলেদের মধ্যে প্রথম হয়েছে মন্দিপ যাদব বেনারস পাঁচ হাজার টাকা ও ট্রফি দ্বিতীয় হয়েছে শুভদীপ গড়াই আসানসোল তিন হাজার টাকাআর ট্রফি, তৃতীয় হয়েছে লক্ষীকান্ত কোলে গড়বেতা দুই হাজার টাকা ও ট্রফি। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দিপ্ত শ্রী সিংহ দুই হাজার টাকা ও ট্রফি ,দ্বিতীয় হয়েছে তামান্না খাতুন দেড় হাজার টাকা ট্রফি, তৃতীয় হয়েছে মুনমুন গড়াই এক হাজার টাকাও ট্রফি। এই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গণপতি ঘোষ,ক্লাব সম্পাদক দেব কুমার দে সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামল রায় মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *