
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার ফালাকাটা প্রেস ক্লাবের উদ্যোগে ধুমধামের সঙ্গে পালিত হল সরস্বতী পুজো। প্রতি বছরের মতো এবারও ফালাকাটা প্রেস ক্লাব কমিউনিটি হল প্রাঙ্গনে বাগদেবীর আরাধনায় অংশ নেন প্রেস ক্লাবের সদস্যরা। পুজো উপলক্ষে সকাল থেকেই ক্লাব চত্বরে ছিল উৎসবের আবহ। এবছর সরস্বতী পুজোর পাশাপাশি ফালাকাটা প্রেস ক্লাবের উদ্যোগে এক মানবিক পরিষেবার শুভ সূচনা করা হয়। এলাকার অসহায় ও জরুরি প্রয়োজনে থাকা মানুষদের সহায়তার লক্ষ্যে চালু করা হয় অক্সিজেন পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে প্রয়োজনের সময় অক্সিজেন সহায়তা পেয়ে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা।এদিন অক্সিজেন পরিষেবার শুভ উদ্বোধন করেন ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা বলেন, সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফালাকাটা প্রেস ক্লাব।












Leave a Reply