
মালদা, নিজস্ব সংবাদদাতা: – জনসভার মাঠ নিয়ে টানা পোড়ন সিপিএম ও প্রশাসনের। প্রশাসনের অনুমতি না পেয়ে মাঠ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মালদহের সিপিএম নেতৃত্ব। আগামী শনিবার বৃন্দাবনী মাঠে সভা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন জেলা সিপিএম নেতারা। সে সভায় মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে এক ঝাঁক নেতৃত্ব হাজির থাকবেন। তবে একমাস আগে মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও মাঠ দিতে তালবাহানা করছে প্রশাসন দাবি করে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র। তিনি বলেন, সরকারি মাঠে বেসরকারি সরকারি মেলা খেলা খেলা হচ্ছে। অথচ রাজনৈতিক দলকে সভা করায় অনুমতি দেওয়া হচ্ছে না। তৃণমূল আর প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। পাল্টা সিপিএমকে কটাক্ষ করে সরব হয়েছে তৃণমূল।












Leave a Reply