
বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে এদিন বালুরঘাটে অনুষ্ঠিত হলো রাম পূজন ও আরতী। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে বালুরঘাটের আত্রেয়ী নদী তীরে রাম পূজন ও আরতীর উদ্যোগ নেওয়া হয়। এদিন সন্ধ্যায় বালুরঘাট আত্রেয়ী নদী ঘাটে বেনারস থেকে আগত পুরোহিত দ্বারা আরতীর পাশাপাশি স্থানীয় ৩ হাজার মানুষ আরতি করেন। এছাড়াও নদী ঘাটে বাজী প্রদর্শনী করা হয়। নদীতে আরতি দেখতে কয়েক হাজার দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।












Leave a Reply