
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কলকাতায় আশা কর্মীদের আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বালুরঘাটে বাস স্ট্যান্ড এলাকায় আশা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করলো বৃহস্পতিবার বিকেলে। গতকাল আশা কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল কলকাতায়। সেখানে আশা কর্মীদের ওপর পুলিশি নির্যাতন করা হয় বলে অভিযোগ আশা কর্মীদের। পাশাপাশি ওই কর্মসূচিতে যে সমস্ত আশা কর্মীরা যেতে চেয়েছিলেন তাদেরকেও বিভিন্নভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে পুলিশের তরফ থেকে বলে অভিযোগ আশা কর্মীদের। আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ দেখালো বালুরঘাটের আশা কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বাস স্ট্যান্ড চত্বরে চাঞ্চল্য তৈরি হয়।












Leave a Reply