
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয় আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বারলার স্ত্রীকে। বুধবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফালাকাটা বিডিও অফিসে নির্ধারিত শুনানি কেন্দ্রে উপস্থিত হন প্রাক্তন সাংসদ জন বারলা ও তাঁর স্ত্রী। এদিন শুনানিকে কেন্দ্র করে ফালাকাটা বিডিও অফিস চত্বরে তৎপরতা লক্ষ্য করা যায়। একই সঙ্গে ফালাকাটা বিডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোলা সহায়তা কেন্দ্রে বসেন প্রাক্তন সাংসদ জন বারলা। এসআইআর শুনানির নোটিশ পাওয়া সাধারণ মানুষজন যাতে কোনও রকম সমস্যায় না পড়েন, সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করেন তিনি। এদিন সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে, ফালাকাটা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস ফালাকাটা টাউন মহিলা সভানেত্রী সুতপা ভদ্র, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিলাম নন্দী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।












Leave a Reply