পহলানপুরে প্রগতি সংঘের উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন উত্তর রসুলপুর।।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার রায়না–২ ব্লকের পহলানপুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে প্রগতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা পহলানপুর এলাকায় উৎসবের আবহ লক্ষ্য করা যায়।
দিনভর উত্তেজনাপূর্ণ ম্যাচের পর চূড়ান্ত ফাইনালে উত্তর রসুলপুর দল জয় লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয়। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
এই ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কলেজের প্রাক্তন অধ্যাপক সুশান্ত বারিক, শেরপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নিরঞ্জন পাকড়ে সহ পহলানপুর প্রগতি সংঘ পাঠাগারের সদস্যরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও প্রগতি সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *