দাসপুরের চাইপাটে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো আজ দাসপুর 2 ব্লকের চাঁইপাট হাইস্কুল ময়দানে,আজকের এই আয়োজন করেছিলেন দাসপুর 2 খন্ড সনাতনী নাগরিকবৃন্দ অনুষ্ঠান শুরু পূর্বে চাঁইপাট বাজার এলাকাজুড়ে বর্ণনাট্য শোভাযাত্রা ও বিশ্ব শান্তি কামনায় মঙ্গলিক মন্ত্র উচ্চারণ ও হোম যজ্ঞ এর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন অতিথি এবং ভারত সেবাশ্রম সংঘ এর সদস্যদের উপস্থিত সকল ধর্মপ্রাণ মানুষের হাতে শ্রী মদ্ভগবদগীতা র পুস্তক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *