নাদনঘাট থানার অন্তর্গত শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- SIR বিরোধী ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয় SFI ও DYFI-এর পক্ষ থেকে।
বক্তারা অভিযোগ করেন, চলাকালীন ছাত্র আন্দোলনের নেতৃত্বের উপর রাজ্যের এক মন্ত্রীর চড়াও হওয়া এবং কমসূচি বন্ধের হুমকি দেওয়ার প্রতিবাদেই এই সভা। তাঁদের দাবি, গণতান্ত্রিক আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে।
সভায় উপস্থিত নেতৃত্বরা স্পষ্ট ভাষায় জানান, ছাত্র ও যুব সমাজের ন্যায্য দাবিকে ভয় দেখিয়ে দমন করা যাবে না। আন্দোলন চলবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা পথে থাকবেন।
আজ ২২ জানুয়ারি বিকেল সাড়ে তিনটেয় এই প্রতিবাদ সভার মাধ্যমে রাজ্য সরকারের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *