
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শীতের শিশিরস্নাত ঊষালগ্নে বিদ্যা, বুদ্ধি ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কাদিলপুর ফকির বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার, ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (ইংরেজি ২৩ জানুয়ারি ২০২৬), নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর পুণ্য লগ্নে বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দেবী সরস্বতী পুজো।
ভোর থেকেই বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাদা-হলুদ বসনে সজ্জিত খুদে পড়ুয়ারা দেবীর চরণে অর্ঘ্য নিবেদন করে বিদ্যা, জ্ঞান ও সাফল্যের প্রার্থনা জানায়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পুজোর আয়োজন করা হয়।
নেতাজির জন্মজয়ন্তীর মতো তাৎপর্যপূর্ণ দিনে সরস্বতী পুজোর এই আয়োজন শিক্ষার্থীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। শিক্ষক মহলের মতে, এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃতি, শৃঙ্খলা ও আদর্শবোধ গড়ে তোলার পাশাপাশি বিদ্যার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।
এই পুজো শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং এটি পড়ুয়াদের মনে আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি অনুরাগ সৃষ্টির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে।












Leave a Reply