
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে আগুনে পুড়িয়ে মারার চেস্টার অভিযোগ।পুড়ে ভূষ্মীভূত একটি বাড়ি। মৃত্যু হল একাধিক গবাদি পশুর, আহত হয়েছে ছেলে ও মা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লকের অন্তর্গত দেউলপোতা ২২২ নং বুথের বাসুদেব গিরির বাড়িতে। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী রবি মুনাইকে সুতাহাটা থানার পুলিশ আটক করেছে। জানাগিয়েছে, বুধবার রাতে বাড়িতে ছিলেন বাসুদেববাবু স্ত্রী নিয়তী গিরি ও ছেলে শুভরঞ্জন গিরি। রাত্রি ১ টা নাগাদ বাইরে কুকুরে আওয়াজ পেয়ে শুভরঞ্জন বেরিয়ে এসে দেখে বাড়িতে আগুন রাস্তা দিয়ে একজন ছুটে চলেছে।বাড়ির মধ্যে মা থাকায় মাকে উদ্ধার করতে গিয়ে মা ও ছেলে আগুনে পুড়ে আহত হয়।প্রতিবেশীরা খবর পেয়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পাশাপাশি দমকল দপ্তরকে খবর দিলে দমকলের এলটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে।
জানা যায় রবির সাথে বাসুদেবের বিবাদ দীর্ঘদিনের। আর সেই বিবাদের কারনেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।












Leave a Reply