
মালদা, নিজস্ব সংবাদদাতা:– এবার এস.আইআর-এর হিয়ারিং-এ ডাক পেলেন তৃণমূলের মাইনোরিটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কালিয়াচক-২নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি টিংকু রহমান বিশ্বাস। তিনি হিয়ারিং-এ ডাক পেতেই বুধবার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হিয়ারিং অংশগ্রহণ করলেন মোথাবাড়ি হাইস্কুলের হিয়ারিং কেন্দ্রে। তবে হিয়ারিং অংশগ্রহণ করলেও, এস.আই আর হয়রানির অভিযোগ তুলে তিনি ‘নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। হুঁশিয়ারি দেন বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে। যার পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোথাবাড়ির বিজেপি নেতা নিবারণ ঘোষ।












Leave a Reply