
দেবাশীষ পাল মালদা —- আবার মালদায় অস্ত্র উদ্ধার। মাঝির বেশে অভিযান চালিয়ে, গঙ্গার ঘাট থেকে গ্রেপ্তার ঝাড়খণ্ডের বাসিন্দা এক অস্ত্র পাচারকারী। দুইজন পলাতক। তার পাঁচটি সেভেন m m পিস্তল, ১০, ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি। গ্রেপ্তার হওয়া বাড়ির নাম, সাবির আলম(২১)। বাড়ি ঝাড়খন্ড সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর গ্রামে। গঙ্গা নদী দিয়ে নৌকা করে মালদার কালিয়াচকের চড়বাবুপুরে, গঙ্গার ঘাটে, এই অস্ত্রগুলি আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, ছদ্মবেশে অভিযান চালায় জেলা পুলিশ। সেখান থেকে গ্রেফতার হয় এই অস্ত্র পাচারকারী। বাকিরা দুইজন গঙ্গায় ঝাপ দিয়ে পালিয়ে যায়।
জেলার পুলিশ সুপার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাকিদের খুঁজে তলাশি চলছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।












Leave a Reply