
দেবাশীষ পাল, মালদা:- এবারে এসআইআর হেয়ারিং এর ডাক পেলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম। তিনি হেয়ারিং-এর ডাক পেয়েই মঙ্গলবার নোটিশ হাতে অংশগ্রহণ করলেন হেয়ারিং প্রক্রিয়ায়। সেই সঙ্গে সরব হলেন হেয়ারিং হয়রানির অভিযোগ তুলে। উল্লেখ্য, সম্প্রতি মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন এসআইআর এর হেয়ারিং এর জন্য ডাক পান। যা নিয়ে তৃণমূল শিবির এসআইআর হয়রানির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন এখনও চলছে। এরই মধ্যে তৃণমূল পরিচালিত পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম হেয়ারিং-এর নোটিশ পান। তাই মঙ্গলবার তিনি সেই নোটিশ হাতে নিয়েই পুরাতন মালদহ বিডিও অফিসে গিয়ে হেয়ারিং-এ অংশগ্রহণ করেন। তার অভিযোগ তার কাছে বৈধ কাগজপত্র আছে। সেই কাগজ দেখাতেও প্রস্তুত আছেন এবং তবে এই হয়রানির বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবেন। পাল্টা অভিযোগ বিজেপির তুঙ্গে রাজনৈতিক তরজা।












Leave a Reply