
মালদহ, নিজস্ব সংবাদদাতা:- সরকারি খাস জায়গায় অবৈধ নির্মাণ। আর সেই অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় এক আইনজীবী তরুণীর পরিবার কে কৃষি কাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের বিরুদ্ধে। নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে দারস্ত ওই আইনজীবী তরুণী। এদিকে ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। বিজেপির অভিযোগ এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল, পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। শুরু রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায়। অভিযোগ ওই এলাকায় একটি সরকারি খাস জায়গা দীর্ঘদিন ধরে পড়েছিল। আর এতেই গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের নজরে আশায় রাতারাতি অবৈধভাবে নির্মাণ কার্য শুরু করে। অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন ওই এলাকার এক তরুণী আইনজীবী হেমা সরকার। যিনি বর্তমানে মালদা কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত। ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী তরুণী। ভূমি দপ্তরের আধিকারিকরা সরজমিনে এসে খতিয়ে দেখে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয় আর এতেই অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়ারা বলে অভিযোগ। তারা সিদ্ধান্ত নেয় ওই আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল দেওয়া হবে না। আর এতেই বিপাকে পড়েছে ওই তরুণীর পরিবার। প্রায় চার বিঘা আলুর জমিতে জল না পাওয়ায় ফসল নষ্টের পথে।
এনিয়ে মালদা থানায় মোট ১৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ। অভিযোগের প্রায় ১৪ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্ত হয়েছেন ওই আইনজীবী তরুণী। এদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।












Leave a Reply