জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নিয়মিত ভাবেই দলের উচ্চ নেতাদের সাথে কথা হচ্ছে।আঠারো নম্বর ওয়ার্ডে তিনিতৃণমূল কংগ্রেসের হয়ে পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতা করবেন।দাবি মোহন বসুর।মোহন বিজয়ের ঘনিষ্ঠ।দুই নম্বর ঘুমটি তৃণমূল কংগ্রেসের কাযালয়ে আলোচনা। বিষয় পৌরসভা নির্বাচন।শুক্রবার রাতে জলপাইগুড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কৃষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের কাযালয়ে পৌরসভাকে সামনে রেখে বিশেষ আলোচনা হয়।যেখানে প্রাক্তন পৌরপিতা মোহন বসু বলেন আঠারো নম্বর ওয়ার্ডে তিনি দাড়াবেন ই।পাশাপাশি মোহন বসুর পৌরসভা নির্বাচনে দাড়ানোর শারীরিক ও মানসিক শক্তি রয়েছে ।এমনটাই মনে করছেন প্রাক্তন sjdaএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন।এই দিনের আলোচনা সভায় অনেক প্রবীণ নবীন তৃণমূল কংগ্রেসের সদস্য দের দেখা গেছে।
নিয়মিত ভাবেই দলের উচ্চ নেতাদের সাথে কথা হচ্ছে, আঠারো নম্বর ওয়ার্ডে তিনিতৃণমূল কংগ্রেসের হয়ে পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতা করবেন : মোহন বসুর।

Leave a Reply