জুনিয়ার হাইস্কুলেও বাজলো সেই চেনা ঢং ঢং ঘন্টা,শুরু হল অষ্টম শ্রেণির পঠনপাঠন।

আবদুল হাই, বাঁকুড়াঃ” গত ১৬ ই নভেম্বর নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হয়েছিল। কিছুতেই খুলছিল না অষ্টম শ্রেণীর ক্লাসের দরজা । রাজ্যের সকল জুনিয়ার হাইস্কুল করোনা আবহে বন্ধ ছিল ।এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা-
সলিল রয়েছে পড়ে, শুধু দেহ নাই।
এ কেবল হৃদয়ের দুর্বল দুরাশা
সাধের বস্তুর মাঝে করে চাই-চাই।”
দীর্ঘ ২২ মাস পরে প্রাকৃতিক বাঁধা নিষেধকে কিছুটা সরিয়ে রেখে বাজলো আবার সেই স্কুলের সেই ঢং ঢং ঘন্টা। ঘন্টার শব্দে আবার শিশু হৃদয়ে বিকশিত হবে প্রেম ও উল্লাস। করোনা আবহে যেন জীবনটা যান্ত্রিক হয়ে পড়েছিল, প্রাণ ছিল তবে রস ছিল না। আজ ৩ রা ফেব্রুয়ারি অষ্টম শ্রেণীর ক্লাসের দরজা খোলায় যেন ছাত্রজীবনে আবার জমে উঠলো মৌচাকের মতো মধুময় সমাজ। আবার বেঞ্চ নিয়ে ঝগড়া, হইচই, ছোটাছুটি, খেলাধুলা, আর শিক্ষকদের সঙ্গে দুস্টুমিষ্টি গল্প, পড়াশোনা আরও কতকি যেন ভাগ করে নেওয়া হল একে অপরের সাথে; এ যেন আবার এক রংময় প্রকৃতির ডাক। আনন্দ এ উল্লসিত বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঝগড়াপুর জুনিয়ার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাথে উল্লসিত সেই একঝাঁক মৌমাছিদের মতো গুঞ্জন করা ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *