আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া, গোবিন্দপুর, দশরথবাটি, করিশুণ্ডা, ফতেপুর সহ ইন্দাস ব্লকের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি, দোসর হিসেবে সাথে আছে ঝোড়ো হওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় পশ্চিমী ঝঞ্ঝার এই অকাল বৃষ্টি।
এই অকাল ঝড় বৃষ্টিতে আলু সহ শীতকালীন সবজি চাষের যে প্রচন্ড ক্ষতির সম্ভাবনা আছে সে কথায় বলছে চাষী মহল।
পরিবর্তনশীল আবহাওয়ায় নাজেহাল মানুষ, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, দোসর ঝড়ো হাওয়া।












Leave a Reply