সর্বদলীয় বৈঠকের ডাক দিল জলপাইগুড়ি আসন্ন পৌরসভার রিটার্নিং অফিসার সুদীপ পাল।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ২৭শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি পৌরসভা নির্বাচন।আর সেই নির্বাচনের আগেই সর্বদলীয় বৈঠকের ডাক দিল জলপাইগুড়ি আসন্ন পৌরসভার রিটার্নিং অফিসার সুদীপ পাল।।এই দিন বিকেলে জলপাইগুড়ির সব কটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনায় বসেন তিনি।বৈঠকের পর রাজনৈতিক দলের সদস্যরা বলেন নমীনেশনের শুরু ও শেষ কবে তা বলা হয় আমাদের।পাশাপাশি একজন প্রতিনিধিরা নমিনেশন জমার সময়ে আসতে পারবেন।একশো মিটারে কত ধরনের মিছিল বা লোকজন আনা যাবেনা নমিনেশন জমার সময়ে।কিভাবে মিটিং মিছিল হবে ,কতজন যোগদান করতে পারবে তা নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *