সরস্বতী পুজো দেখে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ২ যুবক আশঙ্খাজনক ৩,চাঞ্চল্য চাঁইপাটে।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- সরস্বতী পুজোর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত দুই, আশঙ্কাজনক তিন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়,শনিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকায়, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এইদিন রাত এগারোটা নাগাদ বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরবাইক একে অপরকে ধাক্কা মারে। দুটি বাইকে তিনজন করে বাইক আরোহী ছিল ।
যদিও পুলিশ ও স্থানীয়দের অনুমান হয়তো কোথাও সরস্বতী পুজোর ঠাকুর দেখে বাড়ি ফিরছিল। দ্রুত বেগে আসার সময় এই দুর্ঘটনা।
পুলিশ জানায় মৃত দুই যুবকের নাম, ওয়াসিম খান, বয়স আনুমানিক ১৪ বছর অপরজন সুমন সাঁতরা, বয়স আনুমানিক ২৮ বছর। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ও আহত তিনজনকে চিকিৎসার জন্য পাঠায় সোনাখালি হাসপাতালে।পাশাপাশি ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *