নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে মহাসমারোহে বিশেষ এই দিনটি পালিত হচ্ছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে।

0
913

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে মহাসমারোহে বিশেষ এই দিনটি পালিত হচ্ছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। নিত্যানন্দ জয়ন্তী উপলক্ষে সারাদিনব্যাপী হরি নাম সংকীর্তন সহ মঙ্গল আরতি দর্শন আরতি ছড়াও নিত্যানন্দ প্রভুর জীবনী সমাজের প্রতি তাঁর অবদান ভক্তবৃন্দ দের উপস্থিতিতে বিভিন্ন ভাষায় বিস্তারিত আলোচনা করা হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরে। এছাড়াও বিশ্বশান্তি যোগ্য মহা অভিষেক, প্রসাদ বিতরণ করা হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত বৃন্দ দের মধ্যে। মায়াপুর ইসকন মন্দির ছাড়াও সারাবিশ্বব্যাপী ইসকনের বিভিন্ন শাখায় নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সম্পূর্ণভাবে ধর্মীয় আচার বিধি মেনে পালিত হচ্ছে বলে জানান মায়াপুর ইসকন মন্দির জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ।