ধারালো অস্ত্র,জীবন্ত গোরু,গাড়ি সহ আটক ২ যুবক।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – একাধিক ধারালো অস্ত্র,জীবন্ত গোরু,গাড়ি সহ দুই যুবক কে আটক করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ক্যানিং থানার অন্তর্গত পুরাতন বিডিও অফিস সংলগ্ন ক্যানিং-বারুইপুর রোডে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এদিন রাতে নাকা চেকিংয়ের কাজ চলছিল।সেই সময় পুলিশ জানতে পারে রোড দিয়েই দ্রুত গতিতে একটি বোলেরো পিকআপ ভ্যান বারুইপুরের দিক থেকে ক্যানিংয়ের দিকে আসছে। পিকআপ ভ্যানটি ধরার জন্য পুলিশের একটি গাড়ি পিকআপ ভ্যানের পিছনে ধাওয়া শুরু করে।তবে দ্রুত গতির গাড়িটি সজোরে একটি লরিকে ধাক্কা মারে। ধাক্কা মারে পুলিশের গাড়িতেও।পালিয়ে যাওয়ার চেষ্টা করেও বিফলে যায়।কয়েক কিলোমিটার রাস্তা ধাওয়া করার পর গাড়িটি ধরতে সক্ষম হয় পুলিশ।সেই সময় গাড়ি থেকে তিনজন লাফ দিয়ে পালিয়ে গা ঢাকা দেয়।মুহূর্তে অপর দুজনকে ধরে ফেলে পুলিশ। গাড়িটি আটক করে।গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র,নাইলন দড়ি,খড় এবং জীবন্ত একটি গোরু। ধৃত দুজনের বাড়ি মগরাহাট এলাকায়।বর্তমানে গোরুটি থানা চত্বরে বেঁধে রেখে তাকে দেখভাল করছেন ক্যানিং থানার পুলিশ কর্মীরা। অন্যদিক দুই যুবককে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে ক্যানিং থানার পুলিশ।উল্লেখ বিগত প্রায় পাঁচ বছর আগে থেকে ক্যানিং মহকুমা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে গোরু চুরির ঘটনা ঘটলেও ধরা পড়ছিলো না চোর।তবে বিগত কয়েকবছর আগে ক্যানিংয়ের গোপালপুরে গোরু চুরির ঘটনায় এক চোর কে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলেছিল। এবার পুলিশের হাতে জীবন্ত গোরু সহ চোর ধরাপড়ায় চুরি চক্রের চাঁই ধরা পড়বে বলে আশাবাদী এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *