ইলেকট্রিক তারে ঠেকে পাট বোঝাই গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো একটি গ্রাম সহ পাট বোঝায় গাড়ি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ইলেকট্রিক তারে ঠেকে পাট বোঝাই গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো একটি গ্রাম সহ পাট বোঝায় গাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে হবিবপুর থানার অন্তগত বুলবুলচন্ডী ৩ নম্বর কেন্দুয়া এলাকায় গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট রাস্তার সেই রাস্তায় পাট বোঝায় গাড়ি টি উপরে ইলেকট্রিকের তার ঠেকে গিয়ে আগুন জ্বালতে থাকে। স্থানীয় সূত্রে খবর একটি ৪০৭ গাড়িতে পাট বোঝাই করে নিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক তারে ঠেকে আগুন লেগে যায় কয়েক মিনিটের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকে পাট বোঝাই গাড়িটি হঠাৎ করে গ্রামবাসীদের নজরে আসতে তড়িঘড়ি গ্রামবাসীরা গাড়ি টিকে দার করিয়ে পাশে থাকা পুকুর থেকে জল নিয়ে নিভানোর চেষ্টা করে এবং পরিস্থিতি দেখে খবর দেওয়া হয় দমকলকে, ডোমকল আসার আগেই গ্রামবাসীদের তৎপরতায় অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আসে পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভাই।গ্রামবাসী বলেন তেমন কিছু ক্ষতি না হলেও অল্পের জন্য বড়োসড়ো ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেলো গাড়ি সহ কয়েকটি গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *