আবদুল হাই, বাঁকুড়াঃ কেন্দ্রীয় বাজেট ‘শ্রমিক বিরোধী’ অভিযোগ তুলে আন্দোলনে নামলো তৃণমূলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সি। রবিবার বাঁকুড়া শহরের ভৈরব স্থান সংলগ্ন সার্কিট হাউস মোড়ে কেন্দ্রীয় বাজেটের বিরোধীতায় আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি শ্যামসুন্দর দত্তের নেতৃত্বে পথে নামেন ঐ সংগঠনের নেতা কর্মীরা। চলে বেশ কিছুক্ষণ পর অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি।
আই.এন.টি.টি.ইউ.সি সূত্রে দাবি করা হয়েছে গত আট বছর ধরে জনবিরোধী কাজ করছে কেন্দ্রীয় সরকার। এবার শ্রমিক বিরোধী পথেও হাঁটলো তারা। এর প্রতিবাদে জেলার প্রতিটি কলকারখানার গেটে সংগঠনগতভাবে অবস্থান আন্দোলন করছেন বলে জানানো হয়েছে।
Leave a Reply