নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- পশ্চিম বাংলাপ্রাদেশিক মারোয়ারী সমবেলনের জলপাইগুড়ি তে সংবর্ধিত হলো তরুণ যুবক ।প্লাস্টিক নিয়ে গোটা বিশ্ব প্রচারে তরুণ ছাত্রের।পশ্চিম বাংলা প্রাদেশিক মারোয়ারী সমবেলন সমিতির সংবধনা জলপাইগুড়ি তে।সংবধিত করা হয় প্লাস্টিকের বিষাক্ত ক্ষতির বিষয়ে মানুষ কে সচেতন করতে প্রায় পঞাশ হাজার পথ পায়ে হেটে ও লিফ নিয়ে দুই বছর ভারতের বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে তরুণ যুবক রোহন আগরয়াল,।আগামী তে গোটা বিশ্বের বিভিন্ন দেশে এই প্লাস্টিকের ক্ষতির দিকগুলো তুলে ধরতে প্রচারে যাবে সে। বাড়ি মহারাষ্ট্রের নাগপুরে।,এখন পর্যন্ত 606দিন এই যাত্রা করা হয়েছে। সমিতির সংবধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্করমালাকার,প্রদীপ সিতানি, ,সরিতা সাহা গুপ্তাসহ আরও অনেকেই।
পশ্চিম বাংলাপ্রাদেশিক মারোয়ারী সমবেলনের জলপাইগুড়ি তে সংবর্ধিত হলো তরুণ যুবক ।












Leave a Reply