বিশ্ববাসীর মঙ্গল কামনায় কোটাসুর যুবকবৃদ্ধের বাসন্তী বন্দনা।

সুকান্ত রায় , ময়ূরেশ্বর – বীরভূম:- কোটাসুরে দ্বিতীয় বর্ষে পদার্পন সপ্তসতী পুজো,গতবছর তৎকালীন বীরভূম জেলা পুলিশসুপার শ্যাম সিং এর তত্বাবধানে শুরু হয় এই পুজো। দেবীর সাতটি রুপকে মহাধুমধাম সহযোগে হোমযজ্ঞের মাধ্যমে কোটাসুর মদনেশ্বর শিবমন্দিরের পাশে পুজো করা হয়। এবছর শ্যাম সিং জেলায় পুলিশ সুপার নেই কিন্তু তবুও যেন এলাকার যুবকবৃন্দরা বাঁচিয়ে রেখেছেন এই পুজোকে। আজ ও আগামিকাল রবিবার মহাধুমধাম সহযোগে বাসন্তী পুজোয় দেবীরুপের আরাধনায় ব্রতী হয়েছেন সকলে। গ্রাম্যপরিবেশ বৈদিক চিন্তাধারায় আজ সকালে পুর্নঘট ভরে পুজো শুরু হয়, পুজোয় পুরানো জৌলুস ফিরে পেতে একত্রিত হয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *