নিজস্ব সংবাদদাতা, মালদা : – প্রয়াত প্রাক্তন সভাপতিকে চির বিদায় জানালো মালদা জেলা নিয়ন্ত্রিত ফল বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।
মঙ্গলবার সকালে কলকাতা থেকে প্রাক্তন সভাপতি রতন সাহার মরদেহ এসে পৌঁছায় মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। বাড়ি মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায়।
বেশ কয়েকদিন ধরে রোগাক্রান্ত ছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এদিন সকালে ফল ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য ব্যবসায়ীরা তার মরদেহতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বাজার চত্বরে তার মরদেহ নিয়ে একটি শোক মিছিলের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা জেলা নিয়ন্ত্রিত ফল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জীবন সরকার, সহ-সভাপতি গৌতম সাহা, সম্পাদক নব সাহা সহ অন্যান্য ব্যবসায়ী ও পরিজনেরা।
সহ-সভাপতি গৌতম সাহা জানান, ফল বাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি তথা বাজারের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত রতন সাহার প্রয়াণে অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে শোকাহত তারা।
প্রয়াত প্রাক্তন সভাপতিকে চির বিদায় জানালো মালদা জেলা নিয়ন্ত্রিত ফল বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।












Leave a Reply