কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ের উদ্যোগে সোশ্যাল সায়েন্স পার্ক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ক্লাস রুমের চার দেওয়ালের জেলবন্দি ভাব আর ব্ল্যাকবোর্ডের একঘেয়েমি থেকে অনেকটাই স্বস্তি মেলে খোলা মেলা প্রাঙ্গণে পঠন-পাঠনে। আর তার সাথে মলে পঠন-পাঠনের প্রতি আগ্রহ ও মনোযোগ। ঠিক এইরকমই মত বিশেষজ্ঞদের। আর তাই আউটডোর স্টাডিজ এর জন্য অভিনব উদ্যোগ নিলেন কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌসুমী নাগ। বিদ্যালয় প্রাঙ্গনে তৈরি করিয়েছেন সোশ্যাল সায়েন্স পার্ক। আজ তার উদ্বোধন করালেন কল্যাণী মহাকুমা শাসক হীরক মন্ডলের হাতে। উপস্থিত ছিলেন নদীয়া জেলার উপজেলা অধিকর্তা ইয়াসমিন বাড়িক। আউটডোর স্টাডি ছাত্র-ছাত্রীদের জন্য কতটা প্রয়োজনীয় এবং কতটা লাভজনক সে বিষয়ে বিস্তারিত কথা বললেন মৌসুমী নাগ। এছাড়াও ছাত্রছাত্রীরা কতটা আগ্রহী সোশ্যাল সায়েন্স পার্ক এর প্রতি তার নিদর্শন পাওয়া গেল উদ্বোধনী অনুষ্ঠানে। ছাত্র-ছাত্রীরা প্রতিনিধিত্ব করল সোশ্যাল সায়েন্স পার্ক এর সঙ্গে পরিচয় করানোর পর্বে। কল্যাণী মহাকুমা শাসক হীরক মন্ডল ও আমন্ত্রিত প্রশাসনিক অধিকর্তা দের সোশ্যাল সাইন্স পার্কের উদ্বোধন এর পরবর্তী পর্যায়ে বিস্তারিতভাবে পরিচয় করালো ছাত্রছাত্রীরা সোশ্যাল সায়েন্স পার্ক এর সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *