স্নান করা নিয়ে দুই পরিবারের বচসা, জখম ২।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – স্নান করা নিয়ে পরিবারের মধ্যে বচসার জেরে গুরুতর জখম হলে একই পরিবারের দুই ভাই।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের ৪ নম্বর সোনাখালি এলাকার সরদার পাড়ায়।গুরুতর জখম অবস্থায় নাসিরউদ্দিন ও সাইফুল সরদার নামে দুই ভাই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন নাসিরউদ্দিন পাশের পাড়ার একটি স্নানের ঘাটে স্নান করতে গিয়েছিলেন।কেন সেখানে স্নান করবে এ নিয়ে প্রতিবেশীদের সাথে বচসা হয়।অভিযোগ তখনকার মতো সমস্যা মিটে গেলেও এদিন সন্ধ্যা নাগাদ আচমকা আবুতালেব,আবু খালেক,মোক্তার ও আরিফুল সরদার’রা লাঠি,রড দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় নাসিরউদ্দিন কে। ভাই কে মারধরের হাত থেকে উদ্ধার করতে এগিয়ে যায় সাইফুল। অভিযোগ তাকেও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।অন্যান্য প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় দুই ভাই কে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।ঘটনার বিষয়ে জখমদের পরিবারের সদস্যরা বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তদের কে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি বাসন্তী থানার পুলিশ। এলাকায় রয়েছে চরম উত্তেজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *