বিলের মাঝে বাঁধ দিয়ে জল বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে এবার পথ অবরোধে নামলো স্থানীয় গ্রামবাসীরা।

মনিরুল হক, কোচবিহার: বিলের মাঝে বাঁধ দিয়ে জল বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে এবার পথ অবরোধে নামলো স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দিনহাটা ওকড়াবাড়ি হাজির বাজার এলাকায়। ঘটনায় যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়।

জানা যায়, দিনহাটা ওকরাবাড়ি কাওরাই বিলের একধারে বাঁধ দিয়ে জল আটকে দিয়েছেন গ্রামের কিছু লোক। যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। কিন্তু গ্রামের পঞ্চায়েত প্রধানকে বলেও তারা কোন উপায় পাননি। তাই আজ তারা এক প্রকার বাধ্য হয়ে এই পথ অবরোধে নামেন। প্রায় ২ ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশ-প্রশাসনের আশ্বাসে এবং প্রধানের উদ্যোগে বাঁধ ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নিলে গ্রামবাসীরা পথ অবরোধের তুলে নেন।

গ্রামবাসীদের অভিযোগ, এলাকার কিছু মানুষ তারা বিলের একপাশে বাঁধ দিয়ে জল আটকে রেখেছে। যার ফলে অল্প বিস্তর বৃষ্টিতে বিলের জল উপচে পড়ে পাশের ধানের জমিতে জমা হচ্ছে। ফলে জমির ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। এই সমস্যার সমাধানে বারবার প্রধান পঞ্চায়েতের দ্বারস্থ হলেও প্রধান পঞ্চায়েত তাদের কথায় কর্ণপাত না করায় তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পথ অবরোধের ফলে পথের দুধারে যানচলাচল আটকে যানজটের সৃষ্টি হয়। সমস্যার সম্মুখীন হন পথচারীরা। অবশেষে পুলিশ প্রশাসন ও প্রধান পঞ্চায়েত সেখানে পৌঁছে কথা বলেন গ্রামবাসীদের সাথে। প্রধান এর উদ্যোগে বাঁধ ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে প্রধানের আশ্বাস এবং উদ্যোগে পথ অবরোধ উঠিয়ে নেয় গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *