নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাঁসখালি নাবালিকা ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে শ্মশানে মূল অভিযুক্ত কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো বিজেপি সমর্থিত এবিভিপি সংগঠন। এদিন তারা মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। প্রথমে পরিবারের সঙ্গে দেখা করেন। যদিও তার মা-বাবা অসুস্থতার কারণে হাসপাতাল থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলতে হয়। এরপর মিছিল করে মূল অভিযুক্ত কুশপুতুল হাতে নিয়ে শ্মশানে আসেন তারা। মূল অভিযুক্ত কুশপুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় শ্মশানে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিভিপির দক্ষিণবঙ্গের সম্পাদিকা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর অবস্থা তাতে প্রতিটা ঘটনাতেই সিবিআই এর উপর তদন্তভার তুলে দিচ্ছে আদালত। তার কারণ রাজ্য পুলিশের ওপর আর কেউ আস্থা রাখতে পারছে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে মূল অভিযুক্ত সহ যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক। এর পাশাপাশি সিবিআই প্রসঙ্গে তারা বলেন আমাদের আস্থা রয়েছে এবার সত্যিটা সামনে উঠে আসবে।
ধর্ষণ কাণ্ডে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে মূল অভিযুক্ত কুশপুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখালো ABVP












Leave a Reply