এবার থেকে প্রতিদিন জিয়াগঞ্জ সদরঘাটে ভাগীরথী নদীর তীরে দেখা যাবে সন্ধ্যা আরতি ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- এবার থেকে প্রতিদিন জিয়াগঞ্জ সদরঘাটে ভাগীরথী নদীর তীরে দেখা যাবে সন্ধ্যা আরতি । শনিবার সন্ধ্যায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় জিয়াগঞ্জ সদরঘাটে ভাগীরথী নদীর তীরে সন্ধ্যা আরতি মঞ্চের শুভ শিলান্যাস করা হলো । প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে হবে সন্ধ্যা আরতি । মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত পর্যটকেরা ঘুরতে আসে তারা এইবার থেকে প্রতিনিয়ত জিয়াগঞ্জ সদরঘাটে ভাগীরথী নদীর তীরে সন্ধ্যায় বসে সন্ধ্যা আরতি দেখে কাটাতে পারবে সময় । আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ আয়োজন করেছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ আজীমগঞ্জ ব্রাম্ভন পুরোহিত কল্যাণ সমিতির সদস্যরা । এই গঙ্গা আরতি দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ কোন শাসক মহুকুমা শাসক , জিয়াগঞ্জ্ আজিমগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সহ একাধিক আধিকারিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *