নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ২০০৯ সালের ১৭ই জুন মাওবাদীদের হাতে খুন হওয়া অভিজিৎ মাহাতোর স্মরণ সভা আয়োজিত হল ঝাড়গ্রামের মানিকপাড়া তে। এদিনের এই স্মরণ সভা আয়োজিত হয় এস এফ আই ও ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে৷ স্মরণ সভা উপলক্ষ্যে আয়োজিত হয় রক্তদান শিবির৷ উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রতিক উর রহমান, জেলা সম্পাদক মধুশ্রী মজুমদার, জেলার প্রাক্তন সম্পাদক সহ আরও অন্যান্য নেতৃত্বরা।
২০০৯ সালের ১৭ই জুন মাওবাদীদের হাতে খুন হওয়া যুবকের স্মরণ সভা মানিকপাড়াতে।

Leave a Reply