সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে আজ এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করল রানাঘাট চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে আজ এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করল রানাঘাট চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এদিনের রক্তদান শিবিরে সহযোগিতা করে রানাঘাট স্মৃতিকণা কল্যাণ সমিতি সদস্যরা। রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান আনন্দ দে সহ রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ।এই মহতী রক্তদান শিবিরে রক্তদান করেন ৪০জন রক্তদাতা।রক্তদাতাদের মধ্যে ৯জন মহিলা।রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে রানাঘাট মহাকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের। সংবর্ধনা জানান হয় সোনা জয়ী হাসিরাশি দেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *