নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁওয়ে রবিবার গভীর রাতে হানা দেয় দুটি বুনো হাতি। হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয় এলাকার চারটি পরিবার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন হাতির হানায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হন নূর নেহার বিবি নামে এক বিধবা মহিলা।এদিন হাতির হানায় তাঁর একটি মাত্র থাকার ঘর।ওই ঘরের এক কোনো একটি ছোট দোকান চালিয়ে রুজির সংস্থান করতেন তিনি। রবিবার গভীর রাতে মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে দু’টি দাঁতাল হাতি একপ্রকার তাণ্ডব চালায়।এদিন এলাকার বাসিন্দা সাইদুল হকেরও রান্না ঘর ভেঙে দেয় হাতিটি।
বন দপ্তরের মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বিট সূত্রে খবর, ক্ষতিগ্রস্তদের জরুরি কালীন অনুদান দেওয়ার প্রস্তাব এলাকা থেকে এসেছে। বিষয়টি কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণও দেওয়া হবে।
ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁওয়ে রবিবার গভীর রাতে হানা দেয় দুটি বুনো হাতি।

Leave a Reply